২০১৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি জেনে নিন


SSC-Exam-Routine1-150x150
টানা অবরোধ ও হরতালের কারণে দুই দফা পেছানোর পর আগামী ০৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হতে যাচ্ছে ২০১৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
২০১৫ সালের এস.এস.সি পরীক্ষা ২ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। অবরোধের মধ্যেও পরীক্ষা শুরুর ঘোষণা ও দেওয়া হয়। কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টানা হরতালের কারণে উক্ত পরীক্ষা ২ তারিখের পরিবর্তে ৬ ফেব্রুয়ারি শুক্রবার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন শুক্রবার হওয়াতে ৬ ফেব্রুয়ারিতে পরীক্ষা এক ঘন্টা এগিয়ে ৯ টা থেকে ১২ টা পর্যন্ত নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
২ তারিখের পরীক্ষা ৬ তারিখে পিছিয়ে দেওয়ার ফলে পরীক্ষা শুরু হওয়ার তারিখ গিয়ে দাঁড়ায় ৪ ফেব্রুয়ারি। কিন্তু আবারো হরতাল শুরু হওয়ার কারণে ৪ ফেব্রুয়ারির পরীক্ষাও পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। উক্ত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যান্য পরীক্ষার সময়সূচী এখনো পর্যন্ত অপরিবর্তিত আছে।
এর আগে ১৮ নভেম্বর মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০১৫’র সময়সূচি অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয়। ২৮ অক্টোবর ২০১৪ মঙ্গলবার ঘোষিত খসড়া সময়সূচি অনুসারেই সম্মতিক্রমে ২ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লাগাতার অবরোধ ও হরতালের কারণে তা পেছানো হয়।
তার আগে প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাবলিক পরীক্ষার মধ্যে বিরতি না রেখে সূচি করার কথা জানিয়েছিলেন। কিন্তু এর প্রতিবাদে বিভিন্ন স্থানে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করে। তাই চূড়ান্ত সূচিতে দুই পরীক্ষার মাঝে বিরতি রাখা হয়েছে। এবারও সকালের পরীক্ষা ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরিবর্তিত সময়সূচী নিচে দেওয়া হলোঃ
.com/blogger_img_proxy/এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৫’র পূর্ব ঘোষিত সময়সূচি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো লাগা, মন্দ লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন contact@projukte.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন ০১৭৫৪৭২০২৫৫ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন প্রযুক্তি ডট কম বাংলা ব্লগের সাথে।
ধন্যবাদান্তে,
প্রযুক্তি ডট কম

আপনার মূল্যবান মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ