গুগল সার্চ-বারকে তৈরি করুন আপনার প্রয়োজনের সবকিছু !

তথ্য খোজার জন্য সবচেয়ে বেশি যে ইঞ্জিনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে গুগল। ইন্টারনেট ব্যাবহার করে অথচ গুগল সম্পর্কে জানে না বিশ্বে এমন লোক খুজে পাওয়া সম্ভব নয়। তথ্য খোজা ছাড়াও গুগল ইঞ্জিনকে বেশ কিছু প্রয়োজনীয় কাজে ব্যাবহার করা যায়। আজ গুগল সার্চ ইঞ্জিনের ব্যাতিক্রম কিছু ব্যাবহার সম্পর্কে আলোচনা করব। 

google

গুগলকে ব্যবহার করুন ক্যালকুলেটর হিসেবে গুগলের সার্চ বারকে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন। গুগলের built-in ক্যালকুলেটর ফাংশন ব্যাবহারের জন্য যোগ, বিয়োগ, গুণ, ভাগের চিন্হগুলো ব্যাবহারে করুন  ("+,-,/.*")। আপনার প্রযোজনীয় হিসাবের শেষে সমান (=) চিন্হটি লিখুন।
 
সার্চ বারে যেভাবে লিখবেন: সংখ্যা (চিন্হ"+,-,/.*") সংখ্যা = । 
    যেমন- ৮+৯=
    উদাহরণ: 5*9+(sqrt 10)^3=

গুগলকে ব্যবহার করুন অভিধান হিসেবে

গুগলকে আপনি অভিধান হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য প্রয়োজনীয় শব্দের পূর্বে “define:” শব্দটি লিখুন।

    সার্চ বারে যেভাবে লিখবেন:  define: <word>। যেমন define: philosophy
    উদাহরণ:  define: philosophy


গুগলকে ব্যবহার করুন সমার্থক শব্দ খোজার ক্ষেত্রে
আপনি যদি কোন শব্দের প্রতিশব্দের জানতে চান, তবে শব্দটির পূর্বে টিল্ড চিহ্ন (~) লিখুন।

    সার্চ বারে যেভাবে লিখবেন: ~ <word>। যেমন ~fast food
    উদাহরণ: ~fast food

গুগলকে ব্যবহার করুন Unit Conversion এর ক্ষেত্রে

আপনি উচ্চতার পরিমাপ, ওজন, এবং অনেকের মধ্যে ভলিউম বিভিন্ন ইউনিটের মধ্যে রূপান্তর করতে গুগল ব্যবহার করতে পারেন। এজন্য সার্চ বক্সে কাঙ্ক্ষিত রূপান্তর লিখুন।

    সার্চ বারে যেভাবে লিখবেন: kg in pound।
    উদাহরণ:  10.5 cm in inches
        km in mile
        inch in feet
        acre in square feet
        sec in ms
        kilobyte in byte


গুগলকে ব্যবহার করুন Currency Conversion এর ক্ষেত্রে
গুগলকে খুব সহজেই Currency Conversion এর কাজে ব্যবহার করা যায়। এজন্য সার্চবারে প্রয়োজনীয় মুদ্রা গুলো লিখে সার্চ করলেই উত্তর পাবেন।

    সার্চ বারে যেভাবে লিখবেন: USD in Euro।
    উদাহরণ: 150 GBP in USD


গুগলের মাধ্যমে জানুন স্থানীয় সময়
বিশ্বের যে কোন স্থানের সময় জানার জন্য আপনি গুগলের সাহায্য নিতে পারেন। এজন্য প্রয়োজনীয় স্থানের পূর্বে “time” শব্দটি লিখুন।

    সার্চ বারে যেভাবে লিখবেন: time PLACE। যেমন time Dhaka
    উদাহরণ: time Dhaka


গুগলের মাধ্যমে জানুন স্থানীয় আবহাওয়ার

বিশ্বের যে কোন শহরের জন্য স্থানীয় আবহাওয়া দেখতে গুগলকে ব্যবহার করতে পারেন। এজন্য শহর বা রাজ্যের নামের পূর্বে “weather” শব্দটি লিখুন।

    সার্চ বারে যেভাবে লিখবেন: weather PLACE। 
    যেমন Weather Dhaka
    উদাহরণ: Weather Dhaka

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো লাগা, মন্দ লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন contact@projukte.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন ০১৭৫৪৭২০২৫৫ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন প্রযুক্তি ডট কম বাংলা ব্লগের সাথে।
ধন্যবাদান্তে,
প্রযুক্তি ডট কম

আপনার মূল্যবান মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ