২০১৫ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল | JSC Result 2015

২০১৫ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে জানা যাবে ২০১৫ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল…
অনলাইনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল দেখুন এখানেঃ এখানে ক্লিক করুন

অনলাইনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল জানার বিকল্প নিয়মঃ
অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে চেস্টা করার ফলে সাইটে ঢোকা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার মনে বিকল্প পদ্ধতি খোজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি কিছু কিছু বোর্ড তাঁর নিজস্ব সাইটেও ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অনেক সহজেই ফলাফল দেখা যায়। আপনাদের সুবিধার্থে যে সকল বোর্ড আলাদা করে ফলাফল প্রকাশ করবে তাদের ফলাফল দেখার লিঙ্ক নিচে দেওয়া হলোঃ

মোবাইলে এস এম এস এর মাধ্যমে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৫ জানার নিয়মঃ

➳যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে JSC অথবা JDC

➳এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ

DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
 
➳ এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নাম্বারটি লিখতে হবে।

➳ এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2015 লিখতে হবে।

Example: JSC <স্পেস>JES <স্পেস>12345 <স্পেস>2015
 

মাদ্রাসা বোর্ড এর ক্ষেত্রেঃ JDC<স্পেস>MAD<স্পেস>123467<স্পেস>2015
 

➳ এবার মেসেজ টি পাঠাতে হবে ১৬২২২ নাম্বার এ ।


উল্লেখ্য, ২০১৫ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা গত ০১ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর। এবার এ পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। এর মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন অংশ নেয়।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ২৪১ জন। বিদেশের ৮টি কেন্দ্রসহ ২ হাজার ৬২৭টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ছিলো বেশি। ছাত্রের সংখ্যা ছিলো ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ছিলো ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন।

 Keyword

JSC result 2015, jsc result in 2015, jDc result 2015, jdc result, result in jsc, result in jdc, 2015 all result, jsc exam result 2015, jdc exam result 2015, jsc result gov. website, education board result 2015, dhaka board jsc result, comilla board jsc result, khulna board result jsc, jdc result in dhaka board 2015, jdc result in dhaka board 2015,
আরও পড়ুন

২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল | PSC result 2015

২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার এ বছর পাসের হার ৯৮.৫২ শতাংশ। ৩১ ডিসেম্বর সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
ঢাকা বিভাগে পাসের হার ৯৮.৭৪ শতাংশ, রাজশাহী বিভাগে পাসের হার ৯৯ শতাংশ, খুলনা বিভাগে পাসের হার ৯৮.৯৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে পাসের হার ৯৮.৪১ শতাংশ, বরিশাল বিভাগে পাসের হার ৯৮.৩০ শতাংশ, সিলেট বিভাগে পাসের হার ৯৬.৭৯ শতাংশ ও রংপুর বিভাগে পাসের হার ৯৮.৫৬ শতাংশ। উক্ত ফলাফল বেলা সাড়ে এগারোটার পর এসএমএস ও অনলাইনে প্রকাশিত হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে জানবেন এই ফলাফল…
পিএসসি পরীক্ষার রেজাল্ট জানতে ডিপিই-টেলিটকের এই অফিসিয়াল সাইটটি http://dperesult.teletalk.com.bd/dpe.php ভিজিট করুন ও প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানুন।

মোবাইলে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৫ এর ফলাফল দেখার নিয়মঃ

প্রাথমিক ও শিক্ষা সমাপনীঃ
DPE<space> আপনার উপজেলা/থানার নাম <space>রোল নম্বর<space>পাশের বছর
এরপর Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: DPE HOMNA 34589 2015 Send করুন 16222 নম্বরে।

ইবতেদায়ি শিক্ষা সমাপনীঃ
মাদ্রাসা বোর্ডের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফল পেতে শুধু DPE এর স্থলে EBT লিখতে হবে। বাকি নিয়ম অপরিবর্তিত থাকবে।
উদাহরণঃ EBT HOMNA 34589 2015 Send করুন 16222 নম্বরে।

অ্যানড্রায়েড মোবাইলে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফলঃ
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপণী পরীক্ষার ফল এখন থেকে অ্যানড্রায়েড মোবাইলে জানা যাবে। এখন থেকে যেকোনো অ্যানড্রয়েড মোবাইল থেকে Primary Terminal Result (https://play.google.com/store/apps/details?id=com.coderainbd.primaryterminalresult) অ্যাপস এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।
এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

গত বছর প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন ও ইবতেদায়িতে ৩ লাখ ১১ হাজার ২৬৫ জনসহ মোট ৩০ লাখ ৯৯ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এই পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল দেওয়া হচ্ছে। ২০১৩ সাল থেকে এই পরীক্ষার সময় আধা ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।

 লেখাটি লেখাপড়া বিডি থেকে নেয়া হয়েছে।
আরও পড়ুন

Grameenphone 2GB @ 9tk internet data on Inactive-Bondho sim Reactivation offer

Grameenphone 2GB@9tk internet data on Inactive-Bondho sim Reactivation offer


Grameenphone launched new 'reactivation offer' for the all inactive customers. Under this offer all eligible customers can enjoy 2GB internet @9tk


Customers can be checked their number eligibility by send SMS “BHK<space> 017XXXXXXX” to 9999


after sending sms, you received following sms from grameenphone :

Ex: 8801700000000 is eligible for 2GB 3G internet at Tk 9 offer by dialing *111*90# with 15 days validity & send SN <referrer number> to 9999


► offer details/conditions:


♥ All GP pre-paid subscribers (without ERS and BPO) who are not using their connections 90 days or before will be able enjoy this offer
 
♥ Unregistered customers and who are not using their connections since inception to 31-Dec-2012 is not eligible for this offer.
 
♥ Eligible customers will get 2GB open internet at 9tk for 15 days validity.
 
♥ To buy 2GB@9tk, dial *111*90#
 
♥ Customers will get up to 1 Mbps speed
 
♥ customers can buy 2GB@9tk up to 4 times . it means [4x2GB=8GB=4x9tk=36Tk]
 
♥ All eligible customers will get the offer without any registration( Just need to recharge 29 taka)
 
♥ customer can enjoy Special tariff offer by 29tk recharge with 30 days validity, 

Keyword 

gp offer, 2gb offer, 9taka 2 gb, 9 tk 2 gb, 36 taka 8gb, 9taka 2gb offer, 36 taka 8 gb offer in gp, all sim offer, gp recent offer, bd all sim offer, grammenphone 2gb offer, 

আরও পড়ুন