National University | জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সংশোধিত সময়সূচী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০১৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সংশোধিত সময়সূচী প্রকাশিত হয়েছে। প্রকাশিত সময়সূচী অনুসারে ২০১৫ সালের অনার্স ১ম বর্ষের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ থেকে শুরু হয়ে ২৩ মার্চ ২০১৬ তারিখ পর্যন্ত চলবে।
সময়সূচীতে উল্লেখিত দিনগুলোতে বেলা ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রতিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রকাশিত সময়সূচী নিচে তুলে দেওয়া হলোঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সংশোধিত ROUTINE


 


তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে যার তারিখ পরবর্তীতে জানানো হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদেরকে নিজ নিজ কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচী জেনে নিতে হবে।

সৌজন্যেঃ লেখাপড়াবিডি
আরও পড়ুন

Grameenphone -তে কম খরচে ৮ জিবি ইন্টারনেট এবং ৫০০ মিনিট টকটাইম নিয়ে নিন

আমরা অনেকে না জেনে বুঝে ইন্টারনেট প্যাকেজ কিনে থাকি যা অনেক ব্যয় বহুল। মাথায় যদি থাকে একটু বুদ্ধি তাহলে বেঁচে যেতে পারে আপনার অনেক টাকা। গ্রামীণফোন এর সবচেয়ে কম টাকার অফার যদি থেকে থাকে তাহলে এই অফারটি রয়েছে। আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি কম টাকা দিয়ে ইন্টারনেট প্যাকেজ কিনতে পারেন। আমার দেখানো নিয়মে আপনি 8GB ইন্টারনেট এবং ৫০০ মিনিট টকটাইম পাবেন মাত্র ৬৭৯ টাকায়। যা প্রতি জিবিতে আপনার খরচ মাত্র ৮৫ টাকা সাথে টকটাইম। আমার জানা মতে গ্রামীণফোন এর চেয়ে কম টাকায় ইন্টারনেট সেবা দেয় না। কিন্তু আমরা একসাথে ৬৭৯ টাকা দিয়ে ইন্টারনেট কিনতে গেলে মনে করে থাকি যে এত টাকা দিয়ে ইন্টারনেট কিনব? কিন্তু আমরা যদি এক সাথে ৮ জিবি ক্রয় করি তাহলে আমাদের অনেক টাকা বেঁচে যাবে। সাধারনত আপনি ফ্লেক্সি প্ল্যান থেকে শুধু ৮ জিবি ক্রয় করতে গেলে আপনার গুনতে হবে ৳১১২৫ টাকা। আর আমার দেখানো নিয়মে আপনি ৮ জিবি পাচ্ছেন মাত্র ৬৭৯ টাকায় সাথে ৫০০ মিনিট টকটাইম। তবে চলুন আর দেরি না করে প্যাকেজটি ক্রয় করি।

প্রথমে Grameenphone এর অফিসিয়াল সাইট থেকে Flexi plan এ যান। একটা কথা সব সময় মনে রাখবেন Flexi plan থেকে সেবা গ্রহন করলে অতিরিক্ত ভ্যাট দিতে হবে না এখানে সম্পূরক শুল্ক ও ভ্যাটসহ। ফ্লেক্সি প্ল্যান এ যাওয়ার পর নিচের মত পেইজ আসবে।


এখনঃ টকটাইম ৫০০ মিনিট (GP-GP)
             ইন্টারনেট ৮ জিবি।
             মেয়াদ ১ দিন ।
             এসএমএস ( SMS ) ০ শূন্য।
মোট টাকাঃ ৬৬৪ টাকা ৬৫ পয়সা।

এই প্যাকেজটি একদিনের জন্য এবার কি করবেন? সম্রাট ত বলছিল ৬৭৯ টাকায় ৮ জিবি তাহলে কি এটা মাত্র ১ দিনের জন্য? সম্রাট কি তাহলে ফালতু সময় নষ্ট করল আমাদের? না ভাই আমি সত্যি কথাই বলছি Flexi plan থেকে আপনি ১ মাসের জন্যই ৮ জিবি পাবেন তার জন্য আপনাকে আরেক বার কষ্ট করতে হবে। উপরের প্যাকেজটি ১ দিনের জন্য কেনার পর আপনাকে পুনরায় আরেকটি প্যাকেজ কিনতে হবে। কারন আমরা ১ দিন এর মেয়াদে এই প্যাকেজটি কিনেছিলাম এখন আবার ৩০ দিন এর জন্য ছোট একটা প্যাকেজ কিনব। তাহলেই আপনার ইন্টারনেট এর মেয়াদ ৩০ দিন হয়ে যাবে। তার জন্য নিচের নিয়ম আনুসরন করুন।


এখনঃ টকটাইম ১০ মিনিট (GP-GP)
             ইন্টারনেট  ৪ এমবি।
             মেয়াদ ৩০ দিন ।
             এসএমএস ( SMS ) ০ শূন্য।
মোট টাকাঃ ১৩ টাকা ৭৫ পয়সা।

ব্যাস কাজ শেষ পেয়ে গেলেন সর্বমোট ৬৭৯ টাকায় ৩০ দিন এর জন্য ৮ জিবি এবং ৫০০ মিনিট টকটাইম। এখন ২৯ দিন ইন্টারনেট ব্যবহার করার পরেও যদি ডাটা থেকে যায় তাহলে একই নিয়মে আবার ৩০ দিন এর মেয়াদ বাড়িয়ে নিবেন।

আজ এই পর্যন্তই পরবর্তিতে আবার নতুন কোন ট্রিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রযুক্তি ডট কম এর সাথেই থাকুন।

Keyword

grameenphone, grameen phon, GP offer, 8gb offer, 500min offer, gp 8gb offer, gp 500 min offer, grameen phone inetrnet offer, internet offer, grameen phone talktime offer, grameen phone minute offer, gp bonus, gp internet bonus, bonus 8gb, bangladesh, education, result, all internet bonus, all sim bonus, offer 8gb, bonus 8gb, grameenphone.com, bonus 8gb gp, gp bonus 500 minute, free internet, offer
আরও পড়ুন

ক্রিম ব্যবহারে ত্বকের বলিরেখা দূর করুন

প্রাকৃতিক নিয়মে বয়স বৃদ্ধি পায়, আর বয়সের সাথে সাথে ত্বকে দেখা দেয় বলিরেখা বা রিংকেল। আর এই বলি রেখা বা বয়সের ছাপ দূর করার জন্য কত কিছুই না আমরা করে থাকি। অ্যাণ্টি রিংকেল ক্রিম, অ্যান্টি রিংকেল ফেসিয়াল, নামী দামী কত ক্রিমই না আমরা ব্যবহার করে থাকি। এই ক্রিমগুলো কি আসলেই কার্যকরী?


কাজ করলেও কতটুকুই বা কার্যকরী? আবার বাজারে ক্রিম ব্যবহারে থাকে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়। বাজারে ক্রিম সাময়িকভাবে ত্বক টানটান করে বলিরেখা দূর করে থাকলেও, দীর্ঘমেয়াদি ফল এর থেকে লাভ করা সম্ভব নয়। অনেক তো ব্যবহার করলেন বাজারের অ্যান্টি রিংকেল ক্রিম। এবার না হয় ঘরে নিজেই তৈরি করে ফেলুন অ্যান্টি রিংকেল ক্রিম। খুব সাধারণ, প্রাকৃতিক উপাদান দিয়ে এই ক্রিম তৈরি করা হয় বিধায় এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আর নিজেই তৈরি করে নিতে পারেন এই ক্রিমটি।

যা যা লাগবে :
১/৪ কাপ বিশুদ্ধ বাদাম তেল
২ টেবিল চামচ নারকেল তেল
২ টেবিল চামচ বিশুদ্ধ মোম
১/২ চা চামচ ভিটামিন ই অয়েল
১ টেবিল চামচ শিয়া বাটার
কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল (ইচ্ছা)

যেভাবে তৈরি করবেন :
১। একটি পাত্রে সবগুলো উপাদান মিশিয়ে নিন।
২। এবার পাত্রটি ৪ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত পানি দিয়ে ভরে ফেলুন।
৩। এখন পাত্রটি চুলায় জ্বাল হতে দিন যতক্ষণ পর্যন্ত না সবগুলো উপাদান গলে না যায়, ততক্ষণ জ্বাল দিন।
৪। মাঝে মাঝে এটি নাড়ুন।
৫। সবগুলো উপাদান ভালমত মিশে গেলে এটি চুলা থেকে নামিয়ে ফেলুন।
৬। ক্রিমটি রুম তাপমাত্রায় ঠান্ডা হওয়ার জন্য রাখুন।

যেভাবে ব্যবহার করবেন :
দিনে দুইবার সকাল এবং রাতে ব্যবহার করুন। ব্যবহারের আগে মুখে ধুয়ে নিবেন। ক্রিমটি ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। বাদাম তেল, নারকেল তেল, শিয়া বাটার প্রতিটি উপাদান ত্বকের জন্য উপকারী। বাদাম তেল ত্বক নরম কোমল করে তোলে। নারকেল তেলের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের ছাপ পরা রোধ করে। মোম এবং শিয়া বাটার উভয়ই অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে। যা ত্বকের বলিরেখা পরা প্রতিরোধ করতে সাহায্য করে থাকে।

 skin care, health care, face care, body care
 সৌজন্যেঃ সাজঘর
আরও পড়ুন