জেনে রাখুন সকল সিমের Call Forwarding Service এর নিয়ম

আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে Call Forwarding service। এই সার্ভিসের মাধ্যেমে আপনি আপনার মোবাইল ফোনের কল অন্য নাম্বারে পাঠাতে পারবেন। আমি আজকে আপনাদের দেখাব কিভাবে এই System কাজ করে এবং এটি চালু করতে কি করতে হয়। আমি একে একে GrameenPhone, Robi, Banglalink এই সব গুলো কোম্পানির এই সার্ভিসটি কিভাবে চালু করতে হয় তা দেখাব। তাহলে চলুন দেখে নেই Call Forwarding Service কি? ধরুন আপনি আপনার নাম্বার পরিবর্তন করেছেন। আপনার নাম্বারটা সবাই জানত। কিন্তু পরিবর্তন করার ফলে অনেকেই আপনাকে ফোনে পাচ্ছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতেই এই সার্ভিস। আপনার পুরাতন নাম্বারটি নতুন নাম্বারের সাথে Forward করে রাখলে আপনার পুরাতন নাম্বারে যারা ফোন করবেন তাদের ফোন Forward হয়ে আপনার নতুন নাম্বারে চলে যাবে। এতে করে আপনাকে আর ঝামেলা পোহাতে হবে না। এই সার্ভিস ব্যবহার করতে কোন ফি দিতে হবে না। আপনি এই সার্ভিসটি বিনামূল্যে পাচ্ছেন। তাহলে চলুক দেখে নেই কিভাবে সার্ভিসটি চালু করতে হয়। সার্ভিসটি চালু করতে আপনার পুরাতন নাম্বার থেকে মানে আপনি যে নাম্বার থেকে Call Forwarding করতে চাচ্ছেন সে নাম্বার থেকে নিচের কাঙ্খিত নাম্বারটি ডায়াল করবেন।

GrameenPhone 

সার্ভিসটি চালু করতে ডায়াল করুন *004*[Phone Number]#

সার্ভিসটি বন্করতে ডায়াল করুন ##002#

বিঃদ্রঃ- Phone Number এর যায়গায় আপনি যে নাম্বারে Forwarding করতে চাচ্ছেন সেই নাম্বার দিবেন।

 Robi





ডাইভার্ট করার বিকল্প           সক্রিয় করার পদ্ধতি          নিষ্ক্রিয় করার পদ্ধতি     স্টাটাস চেক করার জন্য
UNREACHABLE           **৬২* ডাইভার্ট নম্বর #              # # ৬২ #             * # ৬২ #
BUSY           **৬৭* ডাইভার্ট নম্বর #              # # ৬৭ #             * # ৬৭ #
NO REPLY           **৬১* ডাইভার্ট নম্বর #              # # ৬১ #             * # ৬১ #
ALL CALLS           **২১* ডাইভার্ট নম্বর #              # # ২১ #             * # ২১ #
আপনি ##০০২# ডায়াল করে সকল ডাইভার্ট বাতিল করতে পারেন।

ভয়েস মেইল ব্যতীত অন্য কোন নম্বরে কল ডাইভার্ট করার জন্য চার্জ প্রযোজ্য হবে। ভয়েস মেইলে কল ডাইভার্ট করার জন্য কোন চার্জ নেই, তবে মেইল বক্সে যাওয়া ও ভয়েস মেসেজ শোনার জন্য স্বাভাবিক এয়ার টাইমের হিসেবে চার্জ প্রযোজ্য হবে।

 Banglalink

সার্ভিসটি চালু করতে ডায়াল করুন **21*[Phone Number]#

সার্ভিসটি বন্করতে ডায়াল করুন ##002#

বিঃদ্রঃ- Phone Number এর যায়গায় আপনি যে নাম্বারে Forwarding করতে চাচ্ছেন সেই নাম্বার দিবেন।

Tags

GP Sim Call forwarding system, GP Call divert, Call Divert system, GP sim offer, GrameenPhone sim offer, best offer grameenphone, Robi sim Call forwarding system, Robi Call divert service, Robi sim offer, best offer robi sim, Banglalink sim Call forwarding system, Banglalink call divert service, Banglalink sim offer, Banglalink offer, BL offer
আরও পড়ুন