যেভাবে অডিও গানে ছবি সংযুক্ত/পরিবর্তন করবেন!

যেভাবে অডিও গানে ছবি সংযুক্ত/পরিবর্তন করবেন!

আমরা অনেকেই ইন্টারনেট থেকে অডিও গান নামিয়ে (ডাউনলোড) করে থাকি। এক্ষেত্রে অনেকসময়ই গানের এ্যালবামের ছবি অডিও গানের মধ্যে থাকে না। এ্যালবামের ছবি অডিও গানের সৌন্দর্য্য বাড়ায়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে সাইট থেকে গানটি /এ্যালবামটি ডাউনলোড করেছেন সেটি যদি পপুলার সাইট হয় তবে ওই সাইটের লোগো গানের সাথে দিয়ে থাকে।
আবার আমরা অনেক সময় দোকান থেকে অরিজিনাল অডিও গানের এ্যালবাম কিনে থাকি। এক্ষেত্রে শুধুমাত্র সিডি/ডিভিডি পিসিতে লাগিয়ে চালালে তবেই এ্যালবামের ছবি অডিও গানে দেখতে পাই তবে গানগুলো কপি করে পিসিতে রাখলে আবার ছবিগুলো উধাও হয়ে যায়।

এজন্য আজ আমি আপনাদেরকে দেখাব যে যেকোন অডিও ফাইলে কিভাবে ছবি সংযুক্ত/পরিবর্তন করবেন । অনেকেই নিয়মটি জানেন আবার বেশ কয়েকজন নিয়মটি জানেন না।

Winamp এর সাহায্যে:

এজন্য আপনার কাছে Winamp V.3.0.5 বা এর উন্নত ভার্সনটি থাকতে হবে। ডাউনলোড করে নিন:

http://www.winamp.com

সিরিয়াল:

User name: Bali Island

Pass: H08KM-EH8EP-5SJAW-3FJ60

১। প্রথমে Winamp খুলুন। আমার কাছে সফটওয়্যারটির ৫.৫ সংস্করণ আছে। এখন যেই গানটিতে ছবি সংযুক্ত করতে চান প্লে-লিষ্ট থেকে সেটিকে সিলেক্ট করুন। দেখুন এখানে একটি ছবির গানকে সিলেক্ট করা হয়েছে। এটি যেই সাইট হতে ডাউনলোড করা হয়েছে তার লোগো দেওয়া আছে।

2) এখন গানটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের ডান বাটন চাপুন। একটি পপ-আপ মেনু আসবে। সেখান থেকে View file info (Alt+3) অপশন টি সিলেক্ট করুন।

3) একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে আপনি চাইলে গানের ফাইটির বিস্তারিত তথ্য (যদি জানেন) লিখতে পারেন

4) সেখান থেকে Artwork অপশনে ক্লিক করুন। গানটির বর্তমান ছবিসহ নতুন ডায়ালগ বক্স আসবে। এখন চাইলে আপনি প্রথমে ছবিটি ডিলেট করে নতুন ছবি দিতে পারেন। অথবা পরিবর্তন করতে পারেন।

5) প্রথমে বর্তমান ছবিটি ডিলেট করে Change… বাটনে ক্লিক করুন।

6) এরপর যেই ছবিটি দিতে চাই সেটি সিলেক্ট করুন।

7) এরপর OK তে ক্লিক করে সফটওয়্যারটি বন্ধ করে পুনরায় চালু করুন (Restart)

8) আপনার ফাইলটি প্লে করুন। দেখুন আপনার দেওয়া ছবি এখন থিমে পরিণত হয়েছে।

Windows Media Player এর সাহায্যে:

                                       Windows XP তে: ধাপসমূহঃ ১। প্রথমে আপনার অডিও গানটি Windows Media Player এ চালু করুন যেটিতে আপনি ছবি লাগাতে চান।

এখানে আমি ডেমন হান্টার ব্যান্ড এর একটি জনপ্রিয় গান খুলেছি যেখানে দেখতে পাচ্ছেন যে

এ্যালবামের ছবির বদলে একটি ভুল ছবি বসানো আছে। (সর্ব ডানে উপরের দিকে)

২। এখন মিডিয়া প্লেয়ার এর প্লে-লিষ্ট থেকে গানটি সিলেক্ট করে মাউস এর ডান বাটনটি একবার চাপুন একটি পপ-আপ মেনু আসবে। সেখান থেকে Advanced Tag Editor কমান্ডে ক্লিক করুন।

একটি ডায়ালগ বক্স আসবে।

এখানে আপনি একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন। প্রথম থেকে বলছিঃ

Track Info অপশনে আপনি গানের তথ্য লিখতে পারেন। যেমন:

Title = এখানে আপনি গানের নামটি লিখবেন।

Genre = গানটি কি ধরণের তা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। যেমন : Hip-Hop, Metal, Dead Metal, Pop etc.

Subtitle = গানটির কোনো Subtitle থাকলে এখানে দিতে পারেন।

Mood = গানটি কিভাবে গাওয়া হয়েছে তা একানে নির্ধারণ করে দিতে পারেন।

Track Number = এ্যালবামে গানটির নাম্বার কত তা এখানে দিতে পারেন।

Beats Per Minute = গানটির বিট রেট কত তা যদি জানেন তবে এখানে লিখে দিতে পারেন।

Key = গানটির বৈশিষ্ট্য যদি জানেন তবে এখানে লিখতে পারেন।

Album = গানটির এ্যালবামের নামটি এখানে লিখবেন।

Original Album = গানের এ্যালবামটি যদি কয়েকটি খন্ডের হয় তবে আসল খন্ডের নাম এখানে লিখবেন। ;
Set = খন্ড নাম্বার লিখবেন এখানে।

Music Category Description = গানটির ধরণ কি রকম তা সর্ম্পকে আপনার নিজের কথা এখানে লিখতে পারবেন।

Language = গানটির ভাষা কি তা এখানে লিখতে পারেন।

ডায়ালগ বক্সটির পরবর্তী মেনু হচ্ছে Artist Info এখানে গানটির গায়ক /ব্যান্ড সম্পর্কে লিখতে পারেন।

ডায়ালগ বক্সটির পরবর্তী মেনু হচ্ছে Lyrics এখানে গানটির রিলিষ্ক বা গানের কথা লিখতে পারেন।

অডিও গানে ছবি সংযুক্ত করার জন্য আমাদেরকে Pictures মেনুতে যেতে হবে।

এখানে দেখা যাচ্ছে আগে থেকেই একটি ছবি সংযুক্ত করা আছে। এখন প্রথমে ডিলেট বাটনে ক্লিক করে বর্তমান ছবিটি ডিলেট করে এডড বাটনে ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে।

এখান থেকে আপনার গানটির এ্যালবামের ছবি (আপনার ইচ্ছা মত ছবি দিতে পারেন) নির্বাচন / সিলেক্ট করে ওপেন কমান্ড এ ক্লিক করুন।

আগের ডায়ালগ বক্সটিতে আপনার নতুন নির্বাচিত ছবিটি আসবে।

এখন Picture type অপশন থেকে ছবিটি কিসের তা সিলেক্ট করুন। (এটি অবশ্যই সিলেক্ট করতে হবে না হলে ছবিটি আসবে না।)

এরপর ওকে করে বেরিয়ে আসুন।

এখন মিডিয়া প্লেয়ার টি বন্ধ করে আবার ছাড়ুন (রিষ্টার্ট)।

এখন গানটি ছেড়ে দেখুন ছবিটি যুক্ত হয়েছে।

এখন যেকোন প্লেয়ার এ গানটি বাজান না কেন ছবিটি গানটির সাথেই থাকবে এবং মোবাইলে কপি করার পর ও মোবাইল প্লেয়ার এ গানের ছবিটি ভাসবে।


*********
তবে সবচেয়ে গুর্রুত্বপূর্ণ বিষয় হল যে, আপনার সংযুক্ত ছবিটি অডিও গানের পরিমাণে প্রভাব ফেলবে। মানে গানটি যদি ৫ এম.বি সাইজের হয় এবং আপনার ছবিটির সাইজ যদি ৫০০কেবি হয় তবে ছবিটি সংযুক্ত করার পর আপনার গানের সাইজ হবে ৫.৫০এমবি।
*********

Windows 7 তে:

  • প্রথমে একটি গান চালু করুন Windows Media Player এ।

  • এবার নিচের দিকে দেখূন

  • এবার Libray ট্যাবে ক্লিক করুন ও নিচের মতো করে করুন।

  • এবার Apply ও OK করে দেখুন।

আমার পিসিতে উইন্ডোজ ৮ এখনো লাগাই নি তাই উইন্ডোজ ৮ / মিডিয়া প্লেয়ার ১২ এর জন্য নিয়মটা বলতে পারলাম না বলে দুঃখিত! :(

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স ভর্তির রিলিজ স্লিপে আবেদনের বিস্তারিত তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া ২৩ ফেব্রুয়ারি ২০১৫ থেকে ০২ মার্চ ২০১৫ তারিখ পর্যন্ত চলবে। উল্লেখিত সময়ের মধ্যে অনলাইনে রিলিজ স্লিপের জন্যে আবেদন করা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. মোবাশ্বেরা খানম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। রিলিজ স্লিপের আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলোঃ

 

রিলিজ স্লিপে আবেদন করার শর্তাবলী ও ফরম পূরণ সম্পর্কিত বিষয়াবলীঃ

যারা রিলিজ স্লিপের জন্যে আবেদন করতে পারবেঃ

ক) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যে সকল শিক্ষার্থী  মেধা তালিকায় স্থান পায়নি।

খ) যারা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি।

গ) যারা ভর্তি বাতিল করেছে।

লগইন (Login): রিলিজ স্লিপে আবেদনের জন্য শিক্ষার্থীকে এই পোস্টের নিচে দেওয়া লিঙ্কে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন কোড এন্ট্রি দিয়ে Login করতে হবে৷ এক্ষেত্রে শিক্ষার্থীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম Website-এ প্রদর্শিত হবে৷

কলেজ ও কোর্সের পছন্দক্রম নির্ধারণঃ রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ Select করলে ঐ কলেজের কোর্সভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার Eligible কোর্সের তালিকা দেখতে পাবে৷ এ পর্যায়ে আবেদনকারী তার Eligible কোর্সের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিবে৷ এভাবে একজন আবেদনকারী তার পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি কলেজে পর্যায়ক্রমে কোর্স পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে পারবে৷

আবেদন ফরম চূড়ান্তকরণঃ সঠিক তথ্যসহকারে ফরম পূরণ করে প্রথমে Save করে অনলাইনে Submit করলে আবেদনকারী তার নাম, রোল নম্বর, পিন কোড ও কলেজের নাম ও কোর্সের পছন্দক্রমসহ একটি নতুন আবেদন ফরম এ দেখতে পাবে৷ উক্ত ফরমটি Download করেA4 (8.5”×11”) অফসেট সাদা কাগজে প্রিন্ট (Print) নিতে হবে তবে এটি সংশ্লিষ্ট কলেজসমূহে জমা দিতে হবে না৷

রিলিজ স্লিপের আবেদন ফরম বাতিলকরণঃ  রিলিজ স্লিপের আবেদন ফরম চূড়ান্তকরণের পরও যদি কোন শিক্ষার্থী তার আবেদন ফরমে কলেজ/কোর্সের পছন্দক্রম সংশোধন বা পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে এই পোস্টের নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে৷ এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel option এ গিয়ে Click to Generate the Security key অপশনটি ক্লিক করতে হবে৷ এ সময়ে শিক্ষার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে এবং একই সংগে ই-মেইলে One Time Password (OTP) পাবে৷ এই OTP এন্ট্রি দিয়ে শিক্ষার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ করতে পারবে৷ এ লক্ষ্যে আবেদনকারীকে তার ব্যক্তিগত সঠিক মোবাইল নম্বর ও ই-মেইল নম্বর সর্তকতার সংগে আবেদন ফরমে সংযোজন করতে হবে৷

রিলিজ স্লিপের ফলাফলঃ  রিলিজ স্লিপের ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে৷ রিলিজ স্লিপে আবেদনকারী শিক্ষার্থীদের কোর্স পরিবর্তনের কোন সুযোগ থাকবে না৷

চূড়ান্ত ভর্তির ফরম সংগ্রহ ও ভর্তিঃ  শিক্ষার্থী রিলিজ স্লিপের মাধ্যমে তার নির্বাচিত কলেজে কোর্স বরাদ্দ পেলে এই পোস্টের নিচে দেওয়া লিঙ্কের Login অপশনে গিয়ে ভর্তির আবেদন ফরম প্রিন্ট করবে৷ এই আবেদন ফরমের সংগে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও ভর্তি রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷ রিলিজ স্লিপের ভর্তির আবেদন ফরমের একটি কপি অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীকে ফেরত দিবে ৷

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নঃ

প্রশ্নঃ আমি জে কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমাকে কি রিলিজ স্লিপের জন্য সেই কলেজে যোগাযোগ করতে হবে?

উত্তরঃ না, আপনাকে অনলাইনেই সবকিছু করতে হবে।

প্রশ্নঃ আমি কি অন্য গ্রুপে (যেমন:কমার্স থেকে কেউ আর্সে) আবেদন করতে পারবো?

উত্তরঃ না।

প্রশ্নঃ আমি কি সরকারী কলেজে আবেদন করতে পারবো?

উত্তরঃ রিলিজস্লিপ আবেদন Govt ও Non govt দুইটাতেই করা যায়। সেক্ষেত্রে Govt College এ যদি সিট খালি থাকে। আমার মতে Govt কলেজে রিলিজ আবেদন না করায় ভাল। কেননা অল্প সংখ্যক (৫,৬) টা সিট খালি থাকে। এই অল্প সংখ্যক সিট এ চান্স পাওয়া অনেক কঠিন। সুতরাং চয়েজ টা নষ্ট না করে Non govt এ চয়েজ দেওয়া ভালো।

প্রশ্নঃ সরকারী আর বে-সরকারী কলেজের সার্টিফিকেট এর মান কি সমান?

উত্তরঃ সরকারী আর বে-সরকারী কলেজের অনার্স মান প্রায় সমান। কেননা একই Certificate পাওয়া যায় যা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদান করে থাকে।

প্রশ্নঃ আমি ১ম রিলিজ স্লিপে সুযোগ পাইনি। আমি কি আর ভর্তি হতে পারবো না?

উত্তরঃ ১ম রিলিজ এ যদি কেউ চান্স না পাও তাহলে পূনরায় ২য় রিলিজ স্লিপ এ আবেদন করতে পারবে।

আরও পড়ুন

খুব সহজে আপনার Computer এর speed বাড়ান।

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

  Projukte.com ব্লগ এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে , কিভাবে আপনার COMPUTER কে আরও গতিশীল করবেন। 

Computer এর Ram কে পরিষ্কার করে এর গতি ধরে রাখা যায়। তো চলুন শুরু করা যাক। এর জন্য  আপনাকে দুইটি কাজ করতে হবে, একটি হলো Notpad এ। আরেকটি হলো My Computer এ open করে Tools এ যান এবং Folder Option এ  ক্লিক করুন।এবার View তে ক্লিক করে hide extension for known file type এর টিক চিহ্ন তুলে দিন এর পরে ok দিন।

অথবা,

start manu তে যান এবার  search করুন show hidden files and folders এবার যে page আসবে সেখানে hide extension for known file type এর টিক চিহ্ন তুলে দিন এর পরে ok দিন।

এবার নোটপ্যাড এর কাজ।

প্রথমে নোটপ্যাড খুলুন। নোটপ্যাড এর মধ্যে আপনি এটি                          mystring=(80000000) লিখুন

এবার ফাইল এর নাম  RAM.Vbe দিয়ে সেইভ করুন। এখন থেকে আপনি যখনি সময় পাবেন,তখন এই RAM.Vbe নামের উপর ডাবল ক্লিক করুন।

দেখবেন আপনার Computer আগের চেয়ে ভালো Speed এ কাজ করতেছে ।

আজ এ পর্যন্ত পরে আবার কোনো এক সময় ভালো কিছু টিউন নিয়ে হাজির হব।সবাইকে ধন্যবাদ। 

 আপনার কম্পিউটার কে অনেক গতিশীল করুন,আপনার computer কে আরো গতিশীল করুন, কম্পিউটার ভালো রাখিন।

আরও পড়ুন

আপনার ব্লগ বা ওয়েব সাইটে যুক্ত করে নিন ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ লাইভ টিভি

 

আবারো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫ সম্পর্কিত পোস্ট! জানিনা আপনি বিরক্ত কিনা। তবে আপনার মতামত জানাবেন। আপনার মতামতের ভিত্তিতেই আমরা  পোস্ট করে থাকি। সময়টা যেহেতু ক্রিকেট বিশ্বকাপের। তাই সবসময় এই হট টপিক নিয়েই কিছু শেয়ার করতে ভালো লাগে। যাই হোক চলে আসি মূল কথায়। অনলাইনে অনেক ওয়েব সাইটেই দেখে থাকবেন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫ এর সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং লিংক বা টিভি। আপনিও হয়ত চান, আপনার ওয়েব সাইটেও ভিজিটরদের জন্য ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর প্রতিটা ম্যাচ সরাসরি সম্প্রচার দেখার বন্দোবস্ত করে দিতে? হ্যাঁ, আর সেজন্যই এই পোস্ট। দু-একটি টিভি নয় পুরা ১৪ টি লাইভ স্ট্রিমিং টিভি বসানোর বন্দোবস্ত করব এখন শুধুই আপনার জন্য। নিচে শেয়ার করা টিভি কোডগুলোর পছন্দের টিভি কোড বসিয়ে দিন আপনার সাইটে আর ভিজিটরসকে দিন বিশ্বকাপের প্রতিটি ম্যাচের সরাসরি খেলা দেখার সুযোগ। তবে তার আগে কিছু কথা বলে রাখতে চাই। বিশ্বকাপ চলাকালীন সময়গুলোতে প্রায় অনলাইনে লাইভ স্ট্রিমিং টিভিগুলোর প্রতিটি ফ্রি সার্ভিস বন্ধ করে দেয় কিছু আয়ের জন্য। আর এ সময় ভালো মানের লাইভ স্ট্রিমিং টিভি লিংক পাওয়া দুস্কর হয়ে যায়। তবুও অনেক খোঁজাখুঁজির পর c247.tv সাইটে পেলাম কিছু টিভির লাইভ স্ট্রিমিং কোড। আর সেগুলোই এখন শেয়ার করছি। অতিরিক্ত চাপে এসব টিভির বারোটা তেরো বেজে যায়। তবে ফ্রিতে এর চেয়ে বেশী কিছু আশা করবেন না।

লাইভ ক্রিকেট খেলা দেখুন এখানে 

 

Cricket World Cup 2015 Default TV (Recommended) 


<script type='text/javascript'>ch='Cricket_Defualt'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

Star Sports 1 TV Live Online Code

<script type='text/javascript'>ch='Star_Sports1'; ch_width=600; ch_height=420;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

Star Sports 3 TV Live Online Code


<script type='text/javascript'>ch='Star_Sports3'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

PTV Sports TV Live online Code


<script type='text/javascript'>ch='Ptv_Sports1'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

Star Sports HD TV Live Online Code


<script type='text/javascript'>ch='HD_Stream'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

HD Stream TV Live Online Code


<script type='text/javascript'>ch='HD_Stream1'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

Star Sports 2 TV Live Online Code


<script type='text/javascript'>ch='Star_Sports2'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

PTV Sports 2 TV Live Online Code


<script type='text/javascript'>ch='Ptv_Sports2'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

Star Sports 4 TV Live Online Code


<script type='text/javascript'>ch='Star_Sports4'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

Ten Cricket TV Live Online Code


<script type='text/javascript'>ch='Ten_Cricket'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

Ten Sports TV Live Online Code


<script type='text/javascript'>ch='Ten_Sports'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

Ten Action TV Live Online Code


<script type='text/javascript'>ch='Ten_Action'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

Geo Super TV Live Online Code


<script type='text/javascript'>ch='Geo_Super'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

Neo Prime TV Live Online Code


<script type='text/javascript'>ch='Neo_Prime'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>

চ্যানেলগুলো ব্যবহারে কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর একটি ব্যাপার বলার ছিল। আমি লক্ষ্য করেছি অনেক মোবাইল ইউজার আমাদের  অনেক উইডগেট বা টুলস ব্যবহার করতে না পারায় বলে থাকেন কাজ করেনা। তাদের জন্য বলে রাখছি, আপনার মোবাইল ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করেনা। আর সেজন্য অনেক জাভাস্ক্রিপ্টের উইডগেট আপনার মোবাইলে কাজ করেনা। ঠিক তেমনি এই টিভিগুলোও কিন্তু মোবাইলে দেখতে জাভাস্ক্রিপ্ট কোড সাপোর্ট করে এমন মোবাইল ব্রাউজার প্রয়োজন। তাই জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করেনা এমন মোবাইল ব্রাউজারে চেস্টা করবেন না। অ্যান্ড্রয়েড ইউজাররা মোবাইলের ডিফল্ট ব্রাউজারটি ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ

 

আরও পড়ুন

ব্লগস্পটে দুই কলাম বিশিষ্ট পোস্ট ক্যাটাগরি উইডগেট যুক্ত করুন

ব্লগ ডিজাইনিং এর ক্ষেত্রে জায়গা সাশ্রয় সাথে আকর্ষণীয়তা দুটিই জরুরী বলে আমি মনে করি। টেকটিউনস সহ অসংখ্য সাইটে দেখেছি দুই কলাম বিশিষ্ট স্টাইলে পোস্ট ক্যাটাগরিসমূহ দেয়া। আমার নিজের ব্লগেও দীর্ঘদিন একদম লম্বা সারিতে পোস্ট ক্যাটাগরি বা লেবেল গুলো ছিল। ছোট ব্লগ থেকে এখন কিছুটা বড় ব্লগ হওয়ায় আমার পোস্ট ক্যাটাগরির বিস্তারও কিছুটা বেড়ে গেছে। ফলে আমার সাইডবারটা এই লেবেলগুলো দিয়ে ভরে যেতে লাগলো। সবশেষে আমিও টেকটিউনসের মত দুই কলাম বিশিষ্ট ক্যাটাগরি উইডগেট করলাম। ফলে সাইডবারের অর্ধেক জায়গাও বেঁচে গেল সাথে দেখতেও আকর্ষণীয়! এছাড়া অনেকেই আমাকে এই বিষয়ে লিখতে বলেছিলেন। আজ যেহেতু আমাদের ব্লগে করলাম তাই আজ সেটিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। তবে চলুন আপনার ব্লগের পোস্ট ক্যাটাগরিগুলোও দুই কলামে সাজিয়ে নেই!
  • ব্লগস্পট ড্যাশবোর্ডের টেমপ্লেট সেকশন থেকে Edit Html ক্লিক করুন।
  • টেমপ্লেট কোডগুলো চলে আসলে ]]></b:skin> নামের কোডটি খুঁজে বের করুন।
  • খুঁজে পেলে ওই কোডটির উপরে এবার নিচের কোডটুকু বসিয়ে টেমপ্লেট সেভ করুন।
#Label1 ul li{
float: left;
width: 45%;
}
  • দাড়ান! ভাবিয়েন না কাজ শেষ। এখন কাজ শেষ হতেও পারে অথবা আরও একটু কাজ করতে হতে পারে! তাই প্রথমে আপনার ব্লগ এবার ভিজিট করে দেখুন পোস্ট ক্যাটাগরিগুলো দুই কলাম আকারে হয়েছে কিনা। হলে Congratulation! আর না হলে আর সামান্য কাজ করলে আরেকটু কাজ করে আপনিও হবেন সফল।
  • তাই যারা এটুকু কাজ করে দুই কলামের মুখ দেখতে পেলেন না তাঁরা এবার নিচের ধাপটুকুও সম্পন্ন করুন।
  • আমি উপরে যে কোডটুকু বসিয়েছি সেটি বেশিরভাগ ব্লগের প্রেক্ষিতে ডিফল্টভাবে করা হয়েছে। বেশিরভাগ ব্লগে লেবেল আইডি Label1 দেয়া থাকে। যেহেতু আপনার ব্লগে এই কোডে কাজ হয়নি তাহলে আমি শিউর আপনার লেবেল আইডি কোড অন্য কিছু তাই শুধু লেবেল কোডটি পাল্টাতে হবে। কিন্তু কোথায় জানতে পাবেন সেই আইডি কোড? যারা নতুন তাঁরা আমার লেখা ব্লগস্পট উইডগেট আইডি কোড খুঁজে বের করার টিউটোরিয়ালটি এই লিংক থেকে দেখে নিতে পারেন। আর যারা আগে থেকেই পারেন তাঁরা একটু কষ্ট করে দেখে নিন যে আপনার ব্লগের লেবেল আইডিটি কি দেয়া আছে। এবার ধরে নিলাম আপনি আপনার লেবেল আইডি কোডটি জেনে ফেলেছেন। ধরে নিলাম আপনার লেবেল আইডি কোড Label3 । তাহলে আপনার কোডটি হবে নিচের মত।
 #Label3 ul li{
float: left;
width: 45%;
}
  • উপরের লাল রঙে রঙিন করা Label3 কোডটির বদলে আপনার লেবেল উইডগেটের কোড বসান।
  • এবার টেমপ্লেট সেভ করে দেখুন আপনার ব্লগের ক্যাটাগরিগুলো দুই কলামে বসে গেছে।
 সর্বোচ্চ চেষ্টা করে বুঝাতে চেষ্টা করলাম আপনাদের বুঝাতে। তবুও যারা বুঝতে পারলেন না তাঁরা প্লিজ কমেন্ট করবেন আপনার ব্লগের লিংকসহ। আশা করি সমাধান দিতে পারব। ধন্যবাদ। 
আরও পড়ুন
গুগল অ্যাডসেন্স নাই তো কি হয়েছে ? আরও ১০ টা পথ খোলা আছে।

গুগল অ্যাডসেন্স নাই তো কি হয়েছে ? আরও ১০ টা পথ খোলা আছে।

 আমাদের অনেকের ইচ্ছা থাকে অ্যাডসেন্স নিয়ে কাজ করতে কিন্তু অ্যাডসেন্স না পেয়ে হতাশ হয়ে ব্লগিং বন্ধ করে দেই আসলে মানুষের ধর্য খুব কম তাই আর ভালো কিছু পায় না।যারা অ্যাডসেন্স না পেয়ে বসে থাকেন কাজ করেন না তাদের জন্যি আজ আমার এই টিউন। মানুষের এক রাস্তা বন্ধ হইলে ১০ টা খোলা থাকে । তেমনি  অ্যাডসেন্স না পেলে হতাশ না হয়ে ব্লগিং চালিয়ে যান । সফলতা পাবেন ই । এগুলা সম্পর্কে পুরবে টি টি তে পোস্ট হলেও ঠিক মত এদের ধরন বুঝা জেত না তাই আমি সহজ পদ্ধতিতে ছক আকারে নিয়ে এলাম এই ১০ টা আয় এর বিকল্প  পথ।


ALTERNATIVESAD TYPESMIN. PAYMENTSIGN UP
Bidvertiser   Targeted Text
   Banner Ads
   Mobile Ads
 $10 (Paypal)VisitSiteRed
revenuehits   Display & Rich Media
   Text Ads
   Pop Ups
   Apps & Widgets
$50 (PayPal/Payoneer/Wire)VisitSiteRed
adversal   Banner
   Pop-under
   Ministitial
$20 (PayPal, ACH, Check, or Wire)VisitSiteRed
media.net   Targeted Text
   Display
$100 (Paypal/Wire)VisitSiteRed
Chitika   Targeted Text
   Mobile
$10 (Paypal)
$50 (Check)
VisitSiteRed
infolinksIn text
In Search
In Tag
Display
$50 (PayPal, Wire, eCheck, WU)VisitSiteRed
qadabraBanner Ad
Slider Ad
$1 (Paypal)
$20 (Payoneer)
$500 (Wire)
VisitSiteRed
viglinkVigLink Anywhere
VigLink Convert
VigLink Insert
No Minimum!VisitSiteRed
Kontera


Inline Text Links
Banner
Pop-Unders
Interstitial Ads

$50 (PayPal/Wire/Cheque)VisitSiteRed

তো দেরি না করে নিজের সাইট থেকে আয় শুরু করুন। উপরের সব গুলো সাইট থেকেই টাকা পেয়মেন্ট করে অতএব টাকা না পাওয়ার কোনো ভয় নেই।আজ এ পর্যন্তই পরে আরো নতুন কিছু জানাব।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।

আরও পড়ুন

ব্লগস্পট ব্লগের জন্য আকর্ষণীয় একটি ইমেইল সাবক্রিপশন উইডগেট

একটি সার্থক ব্লগ চালাতে অনেক বিষয়ের উপর নজর দিতে হয়। ব্লগের ইমেইল সাবক্রিপশন অন্যতম একটি বিষয়। আপনার ব্লগের পোষ্ট দ্রুত এবং সহজেই পাঠকের কাছে নিতে ইমেইল সাবক্রিপশন সিস্টেম অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইমেইল সাবক্রিপশনের মাধ্যমে সেই পাঠক তাঁর ইমেইলে সাবক্রাইব করা ব্লগের নতুন আপডেট পোষ্ট গুলো পেতে পারে। এজন্য ব্লগার সবসময়ই চায় ভিজিটরস যেন তাঁর ব্লগে ইমেইল সাবক্রাইব করে নিয়মিত পাঠকে পরিণত হয়। আর এজন্য প্রয়োজন ভালো মানে পোষ্ট এবং ইমেইলে সাবক্রাইব করাতে ভিজিটরসের দৃষ্টি আকর্ষন।
আজ আপনাদের সাথে শেয়ার করছি চরম আকর্ষণীয় একটি ইমেইল সাবক্রিপশন উইডগেট ব্লগস্পট ব্লগের জন্য। আসলেই এটি আপনার ব্লগের ভিজিটরসের সহজেই দৃষ্টি আকর্ষণে সমর্থ হবে।
ব্লগস্পট ব্লগের জন্য আকর্ষণীয় একটি ইমেইল সাবক্রিপশন উইডগেট
  • ইমেইল সাবক্রিপশন উইডগেটটি দেখতে এই ব্লগের ডান সাইডবারে লক্ষ্য করুন।
বাংলা ব্লগ এবং ইংরেজী ভাষার ব্লগের জন্য উপযোগী দু'ধরনের উইডগেটই শেয়ার করছি। আপনার ব্লগের ধরন অনুযায়ী নিম্নের কোডগুলো নিয়ে নিন।
বাংলা ব্লগের উপযোগী ইমেইল সাবক্রিপশন উইডগেট কোডঃ  
<center>
<div align="center" id="truebloggertricks-Subscribe-wrapper">
<div id="ig-subscription-optin" style="border: 3px solid #000000; filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#55AAEE', endColorstr='#003366',GradientType=0 ); width: 250px">
<img src="http://accountantsguildford1.co.uk/images/email.png" width="100px" height:100px" alt="email"/>
<form action="http://feedburner.google.com/fb/a/mailverify" method="post" onsubmit="window.open('http://feedburner.google.com/fb/a/mailverify?uri=samratkhanbd', 'popupwindow', 'scrollbars=yes,width=550,height=520');return true" target="popupwindow">
<input class="name" id="truebloggertricks_Subscriber_name" name="name" onblur="if(this.value=='')this.value=this.defaultValue;" onfocus="if(this.value==this.defaultValue)this.value='';" type="text" value="আপনার নাম" /><br />
<input class="email" id="truebloggertricks_Subscriber_email" name="from" onblur="if(this.value=='')this.value=this.defaultValue;" onfocus="if(this.value==this.defaultValue)this.value='';" style="width: 130px;" type="text" value="আপনার ইমেইল এড্রেস" /><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<input name="uri" type="hidden" value="samratkhanbd" /><input name="loc" type="hidden" value="en_US" /> <input id="truebloggertricks_Submit_Text" style="width: 130px;  padding: 5px 0;" type="submit" value="সাবমিট" /></form>
</div>
</div>
<div class="credit"><p>Widget By <a href="http://www.projukte.com">Blogger Maruf</a> । <a href="http://www.projukte.com/2014/06/attractive-email-subcription-widget-for-blogspot.html">Get This Widget</a></p></div>
</center>
<style>#ig-subscription-optin {margin: 0px;padding: 10px;background: #2A6DA9;
background: -moz-linear-gradient(top, #5AE, #036);background: -webkit-gradient(linear, left top, left bottom, from(#5AE), to(#036));height: auto!important;color: white !important;padding: 20px 15px !important;
text-align: center !important;font-family: Georgia, Times, "Times New Roman", serif !important;margin: 10px;margin: 0px;padding: 10px;
margin: 8px 0 0 !important;line-height: 22px;font-family: Georgia, Times, "Times New Roman", serif;padding: 5px;border: none;}#ig-subscription-optin p {margin: 8px 0 0 !important;line-height: 22px;font-family: Georgia, Times, "Times New Roman", serif;
padding: 5px;border: none;}#ig-subscription-optin input.name {
background: white url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbs15aQ3b7u_xObJ7oADIXkQyzPs72TLehv0fpHjxju_TlmX-tgadHEJ97wNK5sOtscMiHXBfH681tAUEBjJFwBDVa1w8tPlsBuCo4_v73c_lsAbsMjHoWuAiSpLkqX8JFndcpPT4d2fZO/s1600/subscribe-name.png) no-repeat center right;}
#ig-subscription-optin input[type="text"] {border: 1px solid #111 !important;
font-size: 15px !important;margin-bottom: 10px !important;padding: 8px 28px 8px 10px !important;width: 80% !important;height: auto !important;}
#ig-subscription-optin input.email {background: white url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwDNLQJxdXynuwUGGnRy65GH6JmNfR5hs1i5WVCXQ3MuqtOO0AqjTstBFbdRelfPWIQcTpklVR110lvDeiVSnz5aXDSVNnD6WDKPH2CfmgDLVXWaWOGz5STsTMFXPmML9CdeOkpa9cQytw/s1600/subscribe-email.png) no-repeat center right;}#ig-subscription-optin input {
font-family: Georgia, Times, "Times New Roman", serif;border-radius: 3px;-moz-border-radius: 3px;-webkit-border-radius: 3px;box-shadow: 0 2px 2px #111;-moz-box-shadow: 0 2px 2px #111;-webkit-box-shadow: 0 2px 2px #111;margin: 0px;padding: 0px;}#ig-subscription-optin h3 {margin-top: 10px !important;margin-bottom: 8px !important;margin-left: 10px !important;margin-right: 10px !important;
font-weight: bold !important;line-height: 26px !important;letter-spacing: normal;
text-transform: none;text-decoration: none;
text-align: center !important;font-family: Georgia, Times, "Times New Roman", serif;
border: none;padding: 0px !important;float: none;}input:hover[type="submit"] {
background-color: #0094D2;border: 1px solid #0094D2;color: white;text-decoration: none;}input[type="submit"] {background-color: #00A7ED;border: 1px solid #0094D2;
color: white;cursor: pointer;font-family: 'Droid Sans', sans-serif !important;font-size: 13px;font-weight: normal;padding: 5px;text-decoration: none;}input {
color: #333;font-family: 'Droid Sans', sans-serif;}#ig-subscription-optin input[type="submit"] {background: #960E17 url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig-hXB8nX2Xw8uYiRbgxqfvQsGCavAgCHVxAopg-W13UvvJOiqPY6hVVnw9c4IWI4yFRb1ykG13tn-qXM358iZHoAfeJYeSGWMBudRYBFOXlU5DqZyL7bCjZOVDGM5gwEDGfYWIaJ8CJ15/s1600/subscribe-red.png) repeat-x top;border: 1px solid #111 !important;color: white;cursor: pointer !important;font-size: 18px !important;font-weight: bold !important;
padding: 6px 0 !important;text-shadow: -1px -1px #3A060A !important;width: 90% !important;height: auto !important;line-height: 24px !important;}
#ig-subscription-optin input[type="submit"]:hover {color: #FFA5A5;} .credit p{ font-size: 10px;} </style>
 
ইংরেজী ব্লগের উপযোগী ইমেইল সাবক্রিপশন উইডগেট কোডঃ  
 <center>
<div align="center" id="truebloggertricks-Subscribe-wrapper">
<div id="ig-subscription-optin" style="border: 3px solid #000000; filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#55AAEE', endColorstr='#003366',GradientType=0 ); width: 250px">
<img src="http://accountantsguildford1.co.uk/images/email.png" width="100px" height:100px" alt="email"/>
<form action="http://feedburner.google.com/fb/a/mailverify" method="post" onsubmit="window.open('http://feedburner.google.com/fb/a/mailverify?uri=samratkhanbd', 'popupwindow', 'scrollbars=yes,width=550,height=520');return true" target="popupwindow">
<input class="name" id="truebloggertricks_Subscriber_name" name="name" onblur="if(this.value=='')this.value=this.defaultValue;" onfocus="if(this.value==this.defaultValue)this.value='';" type="text" value="Your Name" /><br />
<input class="email" id="truebloggertricks_Subscriber_email" name="from" onblur="if(this.value=='')this.value=this.defaultValue;" onfocus="if(this.value==this.defaultValue)this.value='';" style="width: 130px;" type="text" value="Your Email Address" /><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<input name="uri" type="hidden" value="samratkhanbd" /><input name="loc" type="hidden" value="en_US" /> <input id="truebloggertricks_Submit_Text" style="width: 130px;  padding: 5px 0;" type="submit" value="সাবমিট" /></form>
</div>
</div>
<div class="credit"><p>Widget By <a href="http://www.projukte.com">Blogger Maruf</a> । <a href="http://www.projukte.com/2014/06/attractive-email-subcription-widget-for-blogspot.html">Get This Widget</a></p></div>
</center>
<style>#ig-subscription-optin {margin: 0px;padding: 10px;background: #2A6DA9;
background: -moz-linear-gradient(top, #5AE, #036);background: -webkit-gradient(linear, left top, left bottom, from(#5AE), to(#036));height: auto!important;color: white !important;padding: 20px 15px !important;
text-align: center !important;font-family: Georgia, Times, "Times New Roman", serif !important;margin: 10px;margin: 0px;padding: 10px;
margin: 8px 0 0 !important;line-height: 22px;font-family: Georgia, Times, "Times New Roman", serif;padding: 5px;border: none;}#ig-subscription-optin p {margin: 8px 0 0 !important;line-height: 22px;font-family: Georgia, Times, "Times New Roman", serif;
padding: 5px;border: none;}#ig-subscription-optin input.name {
background: white url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbs15aQ3b7u_xObJ7oADIXkQyzPs72TLehv0fpHjxju_TlmX-tgadHEJ97wNK5sOtscMiHXBfH681tAUEBjJFwBDVa1w8tPlsBuCo4_v73c_lsAbsMjHoWuAiSpLkqX8JFndcpPT4d2fZO/s1600/subscribe-name.png) no-repeat center right;}
#ig-subscription-optin input[type="text"] {border: 1px solid #111 !important;
font-size: 15px !important;margin-bottom: 10px !important;padding: 8px 28px 8px 10px !important;width: 80% !important;height: auto !important;}
#ig-subscription-optin input.email {background: white url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwDNLQJxdXynuwUGGnRy65GH6JmNfR5hs1i5WVCXQ3MuqtOO0AqjTstBFbdRelfPWIQcTpklVR110lvDeiVSnz5aXDSVNnD6WDKPH2CfmgDLVXWaWOGz5STsTMFXPmML9CdeOkpa9cQytw/s1600/subscribe-email.png) no-repeat center right;}#ig-subscription-optin input {
font-family: Georgia, Times, "Times New Roman", serif;border-radius: 3px;-moz-border-radius: 3px;-webkit-border-radius: 3px;box-shadow: 0 2px 2px #111;-moz-box-shadow: 0 2px 2px #111;-webkit-box-shadow: 0 2px 2px #111;margin: 0px;padding: 0px;}#ig-subscription-optin h3 {margin-top: 10px !important;margin-bottom: 8px !important;margin-left: 10px !important;margin-right: 10px !important;
font-weight: bold !important;line-height: 26px !important;letter-spacing: normal;
text-transform: none;text-decoration: none;
text-align: center !important;font-family: Georgia, Times, "Times New Roman", serif;
border: none;padding: 0px !important;float: none;}input:hover[type="submit"] {
background-color: #0094D2;border: 1px solid #0094D2;color: white;text-decoration: none;}input[type="submit"] {background-color: #00A7ED;border: 1px solid #0094D2;
color: white;cursor: pointer;font-family: 'Droid Sans', sans-serif !important;font-size: 13px;font-weight: normal;padding: 5px;text-decoration: none;}input {
color: #333;font-family: 'Droid Sans', sans-serif;}#ig-subscription-optin input[type="submit"] {background: #960E17 url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig-hXB8nX2Xw8uYiRbgxqfvQsGCavAgCHVxAopg-W13UvvJOiqPY6hVVnw9c4IWI4yFRb1ykG13tn-qXM358iZHoAfeJYeSGWMBudRYBFOXlU5DqZyL7bCjZOVDGM5gwEDGfYWIaJ8CJ15/s1600/subscribe-red.png) repeat-x top;border: 1px solid #111 !important;color: white;cursor: pointer !important;font-size: 18px !important;font-weight: bold !important;
padding: 6px 0 !important;text-shadow: -1px -1px #3A060A !important;width: 90% !important;height: auto !important;line-height: 24px !important;}
#ig-subscription-optin input[type="submit"]:hover {color: #FFA5A5;} .credit p{ font-size: 10px;}</style>
ব্লগস্পট ব্লগে ইমেইল সাবক্রিপশন উইডগেট সেটাপঃ
  • প্রথমে আপনার ব্লগের ধরন অনুযায়ী যেকোন একধরনের কোড উপর থেকে কপি করুন।
  • এবার আপনার ব্লগার ড্যাশবোর্ড এর লেয়াউট অপশন থেকে নতুন  Html/Javascript Gadget খুলুন।
  • সেখানে আপনার কপি করা কোড পেস্ট করুন।
  • এবার মনোযোগ সহকারে আবার উপরের কোডগুলোতে লক্ষ্য করুন। সেখানে কমলা রঙ্গে দাগানো দুইটি samratkhanbd নামের জায়গায় আপনার feedburner ইউজারনেম বসান । এছাড়াও আপনার উইডগেট এর প্রস্থ বাড়াতে 250 এর জায়গায় আপনার প্রয়োজনমত সাইজ বসিয়ে দিন।
  • এখন সেভ করে ব্লগ ভিজিট করুন এবং দেখুন!    
উইডগেটটি কেমন লাগলো জানাবেন। আর feedburner সম্পর্কে ধারণা না থাকলে আপনি উইডগেটটি আপনার ব্লগে বসাতে পারবেন না। আপনারা feedburner সম্পর্কে জানতে চাইলে আমাকে জানাবেন। পরের পোস্টে লিখার চেস্টা করব। ধন্যবাদ
আরও পড়ুন

ডাচ বাংলা ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট। ফ্রিলান্সার ও ছাত্র-ছাত্রী দের জন্য এক অন্যরকম ব্যাংকিং। আসুন জেনেনিই এর সুবিধা ও অসুবিধা।


আসসালামু আলাইকুম টেকি বন্ধুরা, কেমন আছো সবাই?
আমি ভালোই আছি  ;-) আসলে প্রযুক্তির সাথে থাকলে ভালোই থাকা যায়। কি বলো?
আমি এখন তোমাদের সাথে যা শেয়ার করতে যাচ্ছি তা হল অতি প্রয়োজনীয় বিশেষ করে যারা ডাচ বাংলা ব্যাংক এর ক্রেডিট কার্ড পেতে চাও।আবার অনেকে আছেন যারা মনে করেন একটা ক্রেডিট কার্ড থাকলে একটু অন্যরকম ভাব নিয়ে চলা যায় শুধু তাদের জিন্য আমার এই পোষ্ট।
সাম্প্রতি ডাচবাংলা ব্যাংক স্টুডেন্টদের জন্য চালু করেছে স্টুডেন্ট ব্যাংকিং। যা সম্পুর্ন সাধারন ব্যাংকিং এর মত তবে এখানে বিশেষ কিছু সুবিধা ও অসুবিধা আছে যা অনেকেই জানে না বিশেষত তাদের জন্যই আমার এই টিউন। চলো জেনে নেয়া যাক ডাচ-বাংলা ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং এর সুবিধা ও অসুবিধা গুলোঃ
সুবিধা সমূহঃ
  • মাত্র ৫০০ টাকা জমা দিয়ে একাউন্ট করা যাবে।
  • একাউন্ট উপেনিং সম্পুর্ণ ফ্রি অর্থাৎ জমাকৃত ৫০০ টাকা গ্রাহকের একাউন্টে থাকবে এবং গ্রাহক একাউন্ট ক্লোজ করতে চাইলে ওই টাকা তুলে নিতে পারবে।
  • অাজীবনের জন্য ফ্রি DBBL Nexus কার্ড প্রদান করবে এবং এর জন্য বাৎসরিক কোন চার্জ দিতে হবে না।
  • DBBL Nexus কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে অতি সামান্য চার্জে নতুন কার্ড নেয়া যাবে।
অসুবিধা সমূহঃ
  • একবারে সর্বোচ্চ ২৫০০০ টাকা লেনদেন করা যাবে।
  • সর্বোচ্চ ১০০০০০ টাকা একাউন্টে জমা অবস্হায় রাখা যাবে।
  • চেক বই দিবে না।
এই ছিল মূলত সূবিধা ও অসুবিধা এর পর কেউ যদি একাউন্ট করতে চান তো নিচের ডকুমেন্ট গুলো নিয়ে নিকটস্থ ডাচ বাংলা ব্যাংক বা অনুমোদিত এজেন্টের সাথে যোগাযোগ করুন।
প্রয়োজনীয় ডকুমেন্টঃ
  • এস এস সি বা এইচ এস সির রেজিস্ট্রেশনের ফটোকপি
  • বর্তমানে যে কলেজে অধ্যায়নরত সেই কলেজের আইডি কার্ডের ফটোকপি।
  • ছবি
আজ এ পর্যন্তই......ধন্যবাদ
আরও পড়ুন