খুব সহজে আপনার Computer এর speed বাড়ান।

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

  Projukte.com ব্লগ এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে , কিভাবে আপনার COMPUTER কে আরও গতিশীল করবেন। 

Computer এর Ram কে পরিষ্কার করে এর গতি ধরে রাখা যায়। তো চলুন শুরু করা যাক। এর জন্য  আপনাকে দুইটি কাজ করতে হবে, একটি হলো Notpad এ। আরেকটি হলো My Computer এ open করে Tools এ যান এবং Folder Option এ  ক্লিক করুন।এবার View তে ক্লিক করে hide extension for known file type এর টিক চিহ্ন তুলে দিন এর পরে ok দিন।

অথবা,

start manu তে যান এবার  search করুন show hidden files and folders এবার যে page আসবে সেখানে hide extension for known file type এর টিক চিহ্ন তুলে দিন এর পরে ok দিন।

এবার নোটপ্যাড এর কাজ।

প্রথমে নোটপ্যাড খুলুন। নোটপ্যাড এর মধ্যে আপনি এটি                          mystring=(80000000) লিখুন

এবার ফাইল এর নাম  RAM.Vbe দিয়ে সেইভ করুন। এখন থেকে আপনি যখনি সময় পাবেন,তখন এই RAM.Vbe নামের উপর ডাবল ক্লিক করুন।

দেখবেন আপনার Computer আগের চেয়ে ভালো Speed এ কাজ করতেছে ।

আজ এ পর্যন্ত পরে আবার কোনো এক সময় ভালো কিছু টিউন নিয়ে হাজির হব।সবাইকে ধন্যবাদ। 

 আপনার কম্পিউটার কে অনেক গতিশীল করুন,আপনার computer কে আরো গতিশীল করুন, কম্পিউটার ভালো রাখিন।

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো লাগা, মন্দ লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন contact@projukte.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন ০১৭৫৪৭২০২৫৫ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন প্রযুক্তি ডট কম বাংলা ব্লগের সাথে।
ধন্যবাদান্তে,
প্রযুক্তি ডট কম

আপনার মূল্যবান মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ