200+ লাইকের ফেসবুক পেজের নাম পরিবর্তন করুন


অনেক দিন পর ব্লগে লিখতে আসলাম, নিশ্চয়ই সবাই ভাল আছেন?
আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকমের একটা টিপস নিয়ে আলোচনা করব। আমরা জানি, ফেসবুকে পেইজ একটি অসাধারণ ফিচার। কোন ব্যক্তি, পন্য কিংবা প্রতিষ্ঠানের ব্র্যান্ড তৈরিতে এটা যেমন খুবই কার্যকরী ঠিক তেমনি ম্যাগাজিনের বিকল্প ফান পেইজ হিসেবে একসাথে অনেক মানুষকে বিনোদিত করারও এক অন্যতম মাধ্যম। কিন্তু একটা অসুবিধা হলো যখন পেইজের লাইক ২০০ এ উপরে চলে যায় তখন আমরা এর নাম আর পরিবর্তন করতে পারিনা। আবার আমরা অনেকে পেইজ ক্রয়ও করে থাকি, কিন্তু অনেক সময় পেইজের নাম পছন্দ না হওয়ায় বাধ্য হয়েই ঐ নামে পেইজ চালাতে হয়, আর একান্ত যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে অনেকগুলো ফ্যানকে হারিয়ে ২০০ এর নিচে নিয়ে এসে পরিবর্তন করতে হয়, বোঝতেই পারছেন এটা আপনার জন্য কত বড় একটা ট্রাজেডি। কিন্তু  আমেরিকার ব্যবহারকারীরা যে কোন সময় তাদের পেজের নাম পরিবর্তন করে নিতে পারে। যাইহোক, আমেরিকানরা তাদের জায়গায় থাকুক, আমরা বাঙ্গালী পারিনা এমন কোন কাজ আছে নাকি, দেখে নিন আমেরিকানদের প্রক্সি ব্যবহার করে 200+ লাইকের ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করে নিতে হয়-
প্রথমে এখানে ক্লিক করে এই এডঅন্সটি ইন্সটল করে নিন।
Image 6
এবার ফেসবুকে ব্রাউজ করুন কিন্তু লগ-ইন করবেন না।
Ctrl+Alt+x এ প্রেস করে আপনার ইন্সটল করা এডঅন্সটি অপেন করুন-
এখানে ACTIVE মার্ক করুন আর Country হিসেবে US সিলেক্ট করুন, প্রয়োজনে নিচের ছবিটি দেখুন-
এবার আপনার ফেসবুকে লগ-ইন করে পেইজে যান-
Edit page হতে Update page info তে ক্লিক করুন-
তারপর Category তে Edit এ ক্লিক করে Local Businesses সিলেক্ট করে সেইভ দিন। নিচের ছবিটি দেখুন-
Image 3
 এবার উপরে Name তে Edit এ ক্লিক করুন। দেখবেন Request change নামে নতুন একটা বাটন যুক্ত হয়েছে। ঐটাতে ক্লিক করলেই নতুন একটা উইন্ডো অপেন হবে। সেখানে একটা ছোট স্কয়ার বাটন পাবেন ঐটা মার্ক করে নিচের ড্রপবক্স হতে যেকোন একটি সিলেক্ট করে দিবেন। নিচের ছবিটি দেখুন-
Image 5
এখন নিচের দিকে আরও ফর্ম বাড়বে। এবার নিচের দেয়া ছবিতে লাল মার্ক গুলো অনুসরণ করুন-
Image 7 এক নাম্বারে মার্ক করুন-
দুই নাম্বারে নতুন নামটি দিন-
তিন নাম্বার হতে যে কোন একটি অপশন সিলেক্ট করুন-
চার নাম্বার হতে আপনার পেইজের ব্রান্ড সংক্রান্ত কোন ডকুমেন্ট থাকলে আপলোড করুন নতুবা কভার ছবিটি আপলোড করে দিন-
পাঁচ ও ছয় নাম্বার স্কয়ার বক্স মার্ক করে দিন-
সাত নাম্বার সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিন।
কাজ শেষ, এইবার আপনার ফেসবুক একাউন্ট সংক্রান্ত ইমেইল এড্রেসে একটি মেসেজ যাবে। আপনার দেয়া তথ্যাদি অনুসরণ করে ফেসবুক কর্তৃপক্ষ তিন দিনের মধ্যে আপনার পেজের নাম পরিবর্তন করে দিবে। এখানে চাইলে আপনি দুটি পেইজের লাইক একসাথে করে নিতে পারেন যেটাকে Merge করা বলে। এটা নিয়ে না হয় অন্য দিন কথা বলব। আপনারা নিজেরা একটু মাথা খাটালে পেরে যেতেও পারেন।
আজ এই পর্যন্তই, হ্যাঁ আরেকটা কথা, কাজ শেষে যে এডঅন্সটি ইন্সটল করেছিলেন ঐটা ডিসেবল করে নিবেন। কারণ ঐটা আপনার প্রক্সি চেঞ্জ করে ফেলে যে কারণে আপনার নেটস্পিডও কমে যাবে।
সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।

আরও পড়ুন

National ID দিয়ে ফেসবুকের User Name পরিবর্তন করুন যখন ইচ্ছে, যতবার ইচ্ছে ! বোনাস হিসেবে থাকছে Editable ID Card

আচ্ছালামু আলাইকুম।
সবাইকে মাহে রমযানের শুভেচ্ছ। তথ্য প্রযুক্তির এই যুগে ফেসবুক একাউন্ট নেই এমন ব্যক্তি খুঁজতে আমাজন জঙ্গল ঘুরে আসতে হবে। আর কারণে-অকারণে ফেসবুক ইউজার নেম পরিবর্তন ‍একটি ডিজিটাল সামাজিক ব্যধি। কিন্তু দুঃখের বিষয় ফেসবুক কর্তৃপক্ষ নাম পরিবর্তনের একটি লিমিটেশন সেট করে দিয়েছে। ফলে একজন একাউন্ট হোল্ডার সর্বোচ্চ পাঁচ বার ইউজার নেম পরিবর্তন করতে পারে। তাও একবার নাম পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হয় নূন্যতম ষাট দিন। কিন্তু আপনি চাইলে সহজেই ফেসবুকের এই লিমিটেশন ক্রস করতে পারেন নিচের পদ্ধতি অনুসরণ করে। কাজটি আপনি মোবাইল কিংবা পিসি উভয়টি দিয়েই করতে পারেন। আমি এন্ড্রয়েড সেট দিয়ে করে দেখালাম।
প্রথমেই ব্ল্যাঙ্ক আইডি কাডর্টি ডাউনলোড করে নিন।

অথবা
অতপর নিচের ছবিটি অনুসরণ করে এডিট করুন।
বি:দ্র:- নামের ক্ষেত্রে আপনি বর্তমান নাম পরিবর্তন করে যেটি দিতে চান সেটি বাংলায় এবং ইংরেজীতে যে বানানে দিতে চান সে বানানে লিখুন এবং জন্ম তারিখ অবশ্যই ফেসবুকের সাথে মিলিয়ে দিন।
এবার যে নামে পরিবর্তন করতে চান, তা দিয়ে  ফর্মটি ফিল-আপ করুন।
Reason for change এ যে কোন একটি অপশন নির্বাচন করুন। (টিপস: যদি এক ভাষা থেকে অন্য ভাষায় change করেন তবে language change অন্যথায় Others সিলেক্ট করুন)
এবার সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ স্টেপ অর্থাৎ আপনার এডিটকৃত National ID Card টি আপলোডে দিয়ে Send এ ক্লিক করুন।
সফলভাবে Sent হলে নিচের ছবির মতো দেখাবে।

এবার ফেসবুক কর্তৃপক্ষ আপনার কেস রিভিউ করে নিজেরাই নাম পরিবর্তন করে দিবে। পরিবর্তন করার পর নিচের মতো নোটিফিকেশন দিবে।
 **নাম পরিবর্তিত হতে 24 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টা কিংবা তারও বেশি সময় নিতে পারে। আপনার রিকোয়েষ্টের কি অবস্থা তা জানতে সেটিন্স মেনু থেকে সাপোর্ট ড্যাসবোর্ডে ক্লিক করুন।

সকলের সুস্থতা ও সাফল্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আবারো কোন টিউন নিয়ে হাজির হবো। Happy Changing...
আরও পড়ুন